কিস্তওয়ারে মেঘভাঙা বৃষ্টি, ভয়াবহ হড়পা বানে মৃত কমপক্ষে ৩৩

দুবেলা, রিয়া বিশ্বাস: উত্তরাখণ্ডের উত্তরকাশীর হরসিল ও ধরালিতে মেঘভাঙা বৃষ্টির ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন করে বিপর্যয়ের কবলে জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার দুপুরে কিস্তওয়ার জেলার ছোসিটি গ্রামে, মাচৈল মাতা মন্দিরের নিকটবর্তী এলাকায় প্রবল মেঘভাঙা বৃষ্টির ফলে হঠাৎই সৃষ্টি হয় ভয়াবহ হড়পা বান। পাহাড়ি এলাকায় ধস নামার পাশাপাশি প্রবল স্রোতে বহু মানুষ আটকে পড়েন ও ভেসে যান। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা এখন পর্যন্ত কমপক্ষে ৩৩ এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাচৈল মাতা মন্দির জম্মু ও কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি…