‘সিকান্দার’ সিনেমার বাদ দেওয়া দৃশ্য নিয়ে বিতর্ক

দুবেলা, অলিভিয়া মন্ডল: 2025 সের ঈদে মুক্তি প্রাপ্ত সালমান খানের সিকান্দার মুভির একটি দৃশ্য নিয়ে বচসা নেট দুনিয়ায়। এই দৃশ্যে কাজল আগরওয়ালের অভিনয়কে ঘিরে প্রশংসায় পঞ্চমুখ আমজনতা। তাদের দাবি এই দৃশ্যে অভিনেত্রীর অভিনয় দেখে আবেগপ্রবণ হয়েছেন নেট দুনিয়া, এমনকি নেটিজেনরাও আপ্লুত হয়েছে, তবে এমন দৃশ্য কিভাবে মুছে ফেলা হয় সিনেমা থেকে তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। এই সিনের ভিডিও একজন ব্যক্তি টুইটারে শেয়ারও করেন তাতে দেখা যায় কাজল আগরয়াল সালমান খানকে অশ্রু ভেজা চোখে কিছু কথা বলেন এবং খান সাহেব তা চুপচাপ শুনছিলেন। দৃশ্য টিতে দুইজনের অভিনয়, আবেগ, সংলাপ বলা ব্যকগ্রাউন্ড…