আধুনিকতার দ্বন্দ্ব ও সত্যজিতের সিনেমা

মার্কিন যুক্তরাষ্ট্রে মিচেল ক্যামেরা কোম্পানি জন্ম নেয় ১৯১৯ সালে। তার আগের বছর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। রুপকলা কেন্দ্রের ডিপার্টমেন্টের বাইরে মুর্তি হয়ে দাঁড়িয়ে থাকা ৭০ মিলিমিটারের মিচেল ক্যামেরাটার গায়ে হেলান দিয়ে ততক্ষনে একটা সেলফি তুলে নেওয়া যাক। স্যার আসতে সময় নেবেন। বয়েস হয়েছে। যতই হোক, অপু আর দূর্গাকে তো সেই প্রথম দেখেছিল, দেখিয়েছিল। সমাজ মাধ্যমে সেলফি টা দিতেই অবাক করা ইমোজিদের মিছিল। এতক্ষনে বুড়ো সৌমেন্দু স্যার এলেন বাইরে। সৌমেন্দু রায়। আমার কনটিনিউটির গল্পটা কি ভাবে এডিট করব সে বিষয়ে পরামর্শ নিতেই ওনার শরনাপন্ন হওয়া। সত্যজিতের ক্যামেরা ম্যান। সব ফেলু মিত্তিরেরই…