বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বচসা, নিহত ১

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কনেপক্ষের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।বিয়ের মতো শুভ কাজে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছায়। তারপরেই বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে তুমূল বচসা শুরু হয়। এই বচসা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। এই সময় কনের এক আত্মীয় আর্টিস্ট বেদকে বরপক্ষের লোকেরা টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। কনের বাবা জাদুকর বেদ জানান, “ও আমাদের বাড়িতে এসেছিল। বরযাত্রীরা আসার পর তার উপর হামলা চালায়। শুনছি গুলি করে খুন করা হয়েছে। আমরা শাস্তি চাইছি। এই ঘটনার জন্য মেয়ের বিয়েও বন্ধ হয়েছে।” কোনে পক্ষের অভিযোগ দোষীদের কঠোর থেকে কঠোর তম শাস্তির দাবি হোক।

তবে আসানসোল দুর্গাপুর পুলিশ সূত্রে খবর কোনও গুলি চলেনি। মৃত যুবকের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। দেখে বোঝা যাচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনার পর, বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কনের পরিবারে শোকের ছায়া পড়েছে এবং ন্যায়বিচারের আশায় রয়েছে। পুলিশ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment